ইন্ডিয়ান প্রিমিয়রা লিগ (আইপিএল ) শুরু হতে এখনো ঢের বাকি।কিন্তু তাঁর আগেই চমক। এবার কাশ্মীর থেকেই নয়া ফ্র্যাঞ্চাইজি আসছে!
এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল বলেন, ‘‘আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল-র সঙ্গে যোগাযোগ করছি যাতে জম্মু-কাশ্মীরের কোনও দলকে আইপিএল-এ নেওয়া হয়। খুব শীঘ্রই কাশ্মীরে আইপিএল খেলা হবে।’’
কাশ্মীরের বেশ কিছু তারকা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। রাজ্যের তিন ক্রিকেটার আইপিএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কাশ্মীর থেকে কোনও ফ্র্যাঞ্চাইজি ছিল না আইপিএল-এ।
পরভেজ রসুল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ইতিমধ্যেই। মঞ্জুর কিংস ইলেভেন পঞ্জাব ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে। বিগ হিটার হিসেবে এমনিতেই সুনাম রয়েছে মঞ্জুরের। মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল-এ অংশ নিয়েছেন তিনি।