Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে সাহসে মাঠে নেমেছিলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


চলতি এশিয়া কাপে এক হাতে ব্যাটিং করে অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন টাইগার দলের ড্যাশিং  ওপেনার তামিম ইকবালইনিংসের শুরুতে বাঁ-হাতে কব্জিতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন তিনি পরবর্তীতে ইনিংসের শেষ দিকে শেষ ব্যাটসম্যান হিসেবে আবারো উইকেটে গিয়ে এক হাতে একটি বল মোকাবেলা করেন তামিম

২২ গজে তামিমের এমন কীর্তি দেখে বিস্মিত ক্রিকেট বিশ্ব এক হাতে ব্যাট করার পেছনে আসল রহস্য কি ছিলো?

এমন কৌতুহল প্রশ্নের উত্তর পরে জানা গিয়েছে তামিমের মুখে, ‘গ্যালারির চিৎকার আমার মনের সাহস বাড়িয়ে দেয় শেষ উইকেটে মুশফিক সেট হয়ে থাকায় দলের রান আরও বাড়াতে আমি মাঠে নামার সাহস পাই

তামিমের লক্ষ্য ছিলো, সেঞ্চুরি তুলে উইকেটে সেট হয়ে থাকা মুশফিকুর রহিমকে সঙ্গ দেয়া কিন্তু অবস্থায় কিভাবে ব্যাট করবেন তামিম!!
ইনজুরি অবস্থায় কিভাবে ব্যাট করবেন, সেটি স্ট্রাইকে গিয়ে দেখিয়েছেন তামিম এক হাতে ব্যাট করে প্রতিপক্ষ বোলারের শেষ ডেলিভারি সামাল দেন তামিম ফলে ওভার শেষ হওয়ায় পরের ওভারের স্ট্রাইক পান মুশফিকুর তাই এই সুযোগে দ্রুত রান তুলে বাংলাদেশের স্কোর ২৬১ রানে নিয়ে যান মুশফিক অর্থাৎ তামিম-মুশফিক জুটি শেষ উইকেটে ৩২ রান যোগ করে তবে সবকটি রান নিয়েছেন মুশি এতেই একটি বিশ্বরেকর্ড গড়েন তামিম-মুশফিকুর ওপেনারের উপস্থিতিতে শেষ উইকেটে সর্বোচ্চ রানের জুটি

Bootstrap Image Preview