আবারও সৌদি আরবের ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।
গত রবিবার সীমান্তবর্তী জিয়ানপ্রদেশের জারাহ উপত্যকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
এটি ইয়েমেন সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। এর আগের দিন শনিবার বিকালেই 'জাবাল আদ্দাউদ' এলাকায় গুলি করে আরেকটি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি বাহিনী।
উল্লেখ্য,গত তিন বছরে ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের প্রায় দুই ডজন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর ইয়েমেনি টিভি চ্যানেল আল মাসিরার।
২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোট ইয়েমেনে হামলা শুরু করে। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন।
সম্প্রতি শিশুদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে স্কুলগামী বহু শিশুকে হত্যা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে সৌদি জোট।