Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, জানুয়ারী ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল ভবারবের এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার সকালে ভারতীয় এই চোরাই পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার এসব মালামালের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মেহেদী হাসান জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ভবারবের সীমান্তে রেল স্টেশনের পাশে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ফেসওয়াশ, শম্পাপড়ি ও আতশবাজি উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview