নাটোরের বড়াইগ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। নিহত সিরাজুল উপজেলা জোয়াড়ি ইউনিয়নের বালিয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
র্যাব-৫, রাজশাহীর, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আজমল হোসেন জানান, মাদক কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল কাটাশকোল এলাকায় অভিযান চালালে দূর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় র্যাব পাল্টা গুলি চালালে সিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হয় ও সঙ্গীয়রা পালিয়ে যায়। পরে তাকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, নিহত সিরাজুল জেলার বিভিন্ন থানার মাদকসহ ৫ মামলার আসামি।