Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের মাঝেই ভক্তদের দারুন সুসংবাদ দিলেন আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview


সদ্য ৫ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল | মুক্তির এক মাস যেতে না যেতেই দারুণ সুখবর পেলেন টাইগার দলের এই সাবেক টেস্ট অধিনায়ক | বিসিবির এ দলে  জায়গা  পেয়েছেন তিনি |  

২০ সেপ্টেম্বর বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষের ম্যাচে ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন আশরাফুল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই চারদিনের ম্যাচে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি, ‘এ’ দল ও এইচপি ইউনিটের ক্রিকেটাররা অংশ নিবেন।  সেই তালিকায় আছেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার,ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, আল আমিন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুলরা।

বিসিবির এইচপি দল: সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ, মিজানুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি ও আব্দুল মজিদ, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, মাহিদুল ইসলাম অঙ্কন ও তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, আসিফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও মোহাম্মদ রিশাদ আহমেদ, কাজী অনিক ইসলাম, রবিউল হক, হাসান মাহমুদ, ইয়াসিন আরাফাত, সাঈদ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

 

Bootstrap Image Preview