বগুড়া শহরের ইয়াবা ব্যবসায়ী আপন ৪ বোনসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফাতারকৃত ৪ বোনের স্বামী থাকার পরেও নওগাঁ জেলা থেকে বগুড়ায় এসে সর্বনাশা ইয়াবার ব্যবসা পরিচালনা করছিলো বলে জানা যায়। শহরের অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা এ ইয়াবা ব্যবসা চালাতো।
আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুরের চারটি বাসায় অভিযান পরিচালনা করে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ঐ ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- নওগাঁ জেলার নওগাঁ আনন্দ নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন (৪৫), বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া লেন এলাকার মৃতঃ জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫) ও চার বোন যথাক্রমে নওগাঁ জেলার পারনওগাঁ এলাকার আশাদুল কবির স্বপনের স্ত্রী মরিয়ম আক্তার নিপু (২৫), একই এলাকার নাহিদ আলমের স্ত্রী মোছাঃ লাবনী (২৮), মোঃ রুশুর স্ত্রী মোছাঃ মনিকা (২০) এবং গ্রেফতারকৃত নাইমুল হাসান শান্ত’র স্ত্রী মোছাঃ শিমু (২৩)। এরা সবাই একই এলাকার হারিছ আহম্মেদের কন্যা।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ বোনসহ স্বামী-স্ত্রী রয়েছে। এরা দীর্ঘদিন যাবত বগুড়া শহরের অভিজাত এলাকায় ফ্লাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছে থেকে ২ হাজার ১ শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।