বাঁ হাতের কবজির চোটের কারণে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ।কবে দেশে ফিরবেন তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।হয়তো দলের সাথেই থেকে যেতে পারেন এই সিনিয়র ক্রিকেটার। কিন্তু তাঁর পরিবর্তে খেলবেনকে? সেই বিষয়ে টিম ম্যানেজমেন্টে ভাবছে না। কারণ দলে রয়েছেন মুমিনুল হক ও নাজমুল হাসান শান্ত।তবে আগামী ম্যাচে তামিমের পরিবর্তে মুমিনুলের খেলার সম্ভবনা বেশি।
এদিকে পুরোনো পাঁজরের ব্যথা নিয়ে দাপটের সাথে খেলে ম্যাচ জিতিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য ব্যাটিং করার পর আর ফিল্ডিং করতে পারেননি এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন নাজমুল ইসলাম অপু।
রবিবার আজ স্ক্যান করানোর পর জানা গেছে, এশিয়া কাপে তার খেলতে কোনো বাধা নেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই তাকে পাওয়া যাবে। নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
উল্লেখ্য,আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।