বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের 'মাদক ব্যবসায়ী' দু'ভাই আইজুল কশারি ও ফারুক কশারির গুলিবিদ্ধ লাশ দুটি ভিন্ন যায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা আপন দুই ভাই বলে নিশ্চিত করেছেন তাদের বড় ভাই সাইজুল কশারি।
রবিবার (১৬ সেপ্টেম্বর) লাশ দুটি উদ্ধার করা হয়। শার্শায় উদ্ধার লাশটি আইজুল কশারির ও কেশবপুরে গুলিবিদ্ধ লাশটি তার আরেক ভাই ফারুক কশারির।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের(ওসি)হুমায়ুন কবির জানান, রবিবার সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া পশ্চিম কোটা-মদনপুর সড়কের ধান্যতাড়া গ্রামের একটি মেহগনি বাগানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আইজুল কসারির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, নিহত ব্যক্তি শার্শা উপজেলার বাগআঁচড়ার সামটা গ্রামের জেহের আলীর ছেলে আজিজুল হক। তার বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ আছে। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এদিকে, একই দিন সকালে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। ফরুকের লাশ উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতদের বড় ভাই সাইজুল কশারি জানান, গতকাল শনিবার সন্ধায় দুই ভাই বাজারে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে শার্শার বাগআঁচড়া পশ্চিম কোটাগ্রামে আইজুলের লাশ পাওয়া যায়। পরে যশোর জেনারেল হাসপাতালে এসে ফারুকে লাশ দেখতে পাই।