Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম ও মুশফিকের জুটি বিশ্বরেকর্ড ভেঙে দিলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview


গতকাল শ্রীলংকা ও বাংলাদেশের ম্যাচের সময় সব থেকে নাটকীয় মুহূর্ত ছিলো নবম উইকেটের পতনের পর তামিমের ব্যাটিংয়ে নামা।ক্রিকেটে এমন ঘটনা এর আগে একবারই ঘটেছে। কিন্তু তামিম ও মুশফিকের এই জুটি সব কিছু ছাড়িয়ে বিশ্বরেকর্ড করে ফেললো।

২০০০ সালের কথা । নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন তামিমের মত দ্বিতীয়বার ব্যাটিংয়ে আছেন। সেই সময় মার্টিন গ্লেন ম্যাকগ্রার সাথে ৩১ রানের জুটি গড়েন। যা এতদিন শেষ উইকেটে ওপেনারের উপস্থিতিতে জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিলো।

কিন্তু গতকাল তামিম ও মুশফিক ৩২ রানের জুটি গড়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে।মুশফিক খেলেন ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। তামিমের সঙ্গে তার জুটিতে ১৬ বলে আসে ৩২ রান। যার সবটাই এসেছে মুশফিকের ব্যাট থেকে।

Bootstrap Image Preview