নারায়নগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের দায়ে তার খালু মো. জামিল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষিতা ওই কিশোরীর বাবা নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জামিলকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক জামিল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতানন্দপুর গ্রামের মৃত সামছুজ্জামানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত সাত-আট বছর পূর্বে ধর্ষিতা ওই কিশোরীর মা মারা গেলে, তখন থেকেই সে তার খালা সোনিয়া ও খালু জামিলের সংসারে বড় হতে থাকে। এদিকে কিশোরিটি বড় হতে থাকলে তার দিকে কু-নজর পরে খালু জামিলের। অভিযোগ মিলে, বিভিন্ন সময় সে কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিত।
খালুর এ কু-কীর্তির কথা জানতে পেরে ওই কিশোরীর বাবা মেয়েকে তার গ্রামের বাড়ি দাউদকান্দি নিয়ে যায়। পরে গত বুধবার (১২ সেপ্টেম্বর) কিশোরীটিকে তার খালু জামিল ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ভাড়া বাসায় নিয়ে আসে। ওইদিন কিশোরীটির খালা বাড়িতে না থাকায় সুযোগে জামিল কিশোরীটিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ওই রাতেই আবার কিশোরীটিকে গাড়িতে তুলে দেয় জামিল এবং ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করে কিশোরীটিকে।
তবে, বাড়ি ফেরার পর গত শনিবার (১৫ সেপ্টেম্বর) কিশোরীটি ধর্ষণের ঘটনাটি তার বড় বোনকে জানায়। পরে ওইদিনই কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জামিলকে আটক করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানায়, স্ত্রীর বড় বোনের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আমরা ধর্ষক খালুকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিুশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।