রাজধানীর আশুলিয়ায় ছোট বোন ও তার স্বামীকে আটকে রেখে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিনেতার ছেলের বিরুদ্ধে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার রওশনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মিথুন ও আরফান নামের দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মিথুন অভিনেতা এ আর মন্টুর ছেলে। অপরজন এ আর মন্টুর ভায়রার ছেলে। তাদের বাড়ি আশুলিয়ার মধ্য গাজীরচটে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, আশুলিয়ার গাজিরচট এলাকায় ছোট বোনের বাড়িতে বেড়াতে আসে তার বড় বোন। পরে দুপুরের দিকে হঠাৎ করেই স্থানীয় মিথুন ও আরফান সহ ৪ বখাটে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বোন আর বোনের স্বামীকে একটি কক্ষে আটকে রাখে। এ সময় বেড়াতে আসা ওই তরুণীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে বখাটেরা পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এছাড়াও এ বিষয় কাউকে জানালে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেয় বখাটেরা।
এদিকে শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ধর্ষিতা বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে ও পরে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।