Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়ের দিনে কাঁদিয়ে দিলো তামিমের এই ছবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ PM

bdmorning Image Preview


ক্রিকেটে এমন দৃশ্য এর আগে কখনো ঘটেছে বলে মনে হয় না।যদি ঘটেও থাকে সেটিকে হার মানাবে  তামিম ইকবালের দ্বিতীয়াবার মাঠে নামা এই দৃশ্য

শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। এমন বিপদের দিনে দলের হাল ধরেন মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিমপ্রায় সকলের সাথেই তিনি জুটি বাঁধার চেষ্টা করেছেন। কিন্তু মিথুন ছাড়া সবাই তাকে নিরাস করেছেন।এমন করে খেলা গড়ায় শেষের দিকেতখন  মনে হচ্ছিল আরও কিছু রান হলে মন্দ হতো না! কিন্তু নবম ব্যাটসম্যান মুস্তাফিজ যে আউট! তখনও ইনিংসে বাকী ১৯ বল

সেই সময় কি হবে?ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে আঙুলের তীব্র জালা নিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন তামিম। এমন দৃশ্য দেখে রীতিমত সবাই যেন আকাশ থেকে পড়লো। চোখ কপালে উঠে গেলে মাঠে মাঠের বাহিরে থাকা দর্শকদের।

মাঠে নেমে এক হাতে অবিশ্বাস্যভাবে বল মোকাবেলা করলেন! তাকে পেয়ে ব্যাট হাতে ঝলসে উঠলেন মুশফিক! বল গিয়ে পড়তে লাগল সীমানার ওপারে!

তামিমের এমন ব্যাটিং দেখে টাইগার ক্রিকেটপ্রেমীরা রীতিমত আবেগ প্রবণ হয়ে পড়েদেশের জন্য তামিমের এমন ভালোবাসা সবার মন ছুয়ে গিয়েছে।

তামিমের এই ভালোবাসার জোরে ১৩৭ রানের বিরাট জয় পেয়েছে বাংলাদেশ।কিন্তু জয়ের এই খুশি টাইগারদের কপালে বেশিক্ষণ সইলো না।কারণ আঙুলের এই চোটের জন্য এশিয়া কাপে আর ব্যাট হাতে মাঠে নামতে পারবেন না তামিম। সপ্তাহের বেশি বিশ্রামে থাকতে হবে তাকে।

Bootstrap Image Preview