এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৪ ওভারে ৮ উইকেট ২১০ রান।
আউট হয়েছেনঃ সাকিব(০), লিটন(০)।তামিম(২)বিশ্রাম,মিথুন(৬৩), মাহমুদউল্লাহ(১), মোসাদ্দেক(১), মাশরাফি(১১), রুবেল (২)।
টসে জিতে ব্যাটিং নিলেও শুরুটা ভালো করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। ওপেনার লিটন দাস ও সাকিব আল হাসান প্রথম দুই ওভারে ০ রান করে সাজ ঘরে ফেরে।
শুরুতেই দুই উইকেট ও তামিমের চোটের কারণে ব্যাটিং থেকে বিশ্রাম টাইগার দলের জন্য কঠিন চাপ সৃষ্টি করে।সেই চাপ কাটিয়ে উঠে ব্যাটিংয়ে হাল ধরেন মুশফিক ও মিথুন।এই দুই জুটিতে অনেক দূর এগিয়ে যায় টাইগাররা।মিথুন ৬৩ রানের দারুণ এ ইনিংস খেলেন। মিথুনের সাথে মুশফিকও ফিফটি করেন। এরপর ২৫ ওভারের মাথায় মালিঙ্গার বলে ক্যাচ আউট হন মিথুন।
মিথুনের বিদায়ের পর মাহমুদউল্লাহ উইকেটে গিয়ে রান করতে ব্যর্থ হন। মাত্র ১ রান করে ক্যাচ আউট হন তিনি।রিয়াদের পরপরই মোসাদ্দেকও আউট হন ১ রান করে। দ্রুত এই দুই উইকেটের বিদায়ে টাইগার দলের চিত্র পাল্টিয়ে যায়। আবারো সেই চাপের মুখে পড়ে।
ব্যাটিংয়ের সেই দায় ভার এসে পড়ে উইকেটে থাকা মুশফিকের উপর।মুশফিক সেই চাপ শক্তিতে পরিণত করে নিজের ক্যারিয়ারের ষষ্ট সেঞ্চুরি করেন।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম,মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মিথুন আলী,মাশরাফি মর্তুজা (অধিনায়ক),মেহেদি হাসান মিরাজ,,রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।