এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই দিয়েই পর্দা উঠেছে এশিয়া কাপের ১৪তম আসরের। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪১ ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ায় খেলতে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ (সম্ভাব্য): অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, দাশুন শনাকা, ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গ লাকমল, লাসিথ মালিঙ্গা ও নিরোশান ডিকভেলা।