এবারের এশিয়া কাপে বাংলাদেশকে ভরসা যোগাচ্ছে সিনিয়র ক্রিকেটাররা। তবে ইনজুরি সমস্যায় রয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিম। ইনজেকশন দিয়ে সাকিবের খেলা নিয়ে সংশয় কাটলেও তামিমকে নিয়ে দু:শ্চিন্তার কালো মেঘ কাটেনি। তবে এর মধ্যেই মুশফিকের ইনজুরি নিয়ে নতুন জল্পনা শোনা যাচ্ছে।
জানা গেছে হালকা বুকের ব্যথা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে যদিও পাঁজরে চোট পাওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি টিম ম্যানেজমেন্ট। বরং জানানো হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।
এদিকে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মুশফিকুর রহিমের পাঁজরের ব্যথা গতকালের তুলনায় কম। তবে, আজ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
দুবাইয়ের উইকেট উইকেটে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। অন্যদিকে পাকিস্তানের সাথে সাম্প্রতিক সময়েই ডুবাই সফরে করে গেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৫ শিরোপা উঠেছে শ্রীলঙ্কার ঘরে। তবে শেষ তিন আসরের দুটিতে ফাইনাল খেলার অভিজ্ঞতা ভরসা েযোগাচ্ছে বাংলাদেশকে।