Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনে নিন মলিন ত্বক সতেজ করার পরীক্ষিত উপায়

ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ AM

bdmorning Image Preview


আয়নায় নিজেকে দেখে কখনও যদি মনে হয়ে আপনার ত্বক মলিন তবে দুশ্চিন্তার কিছু নেই এটা হতেই পারে, শুধু মনের ক্লান্তিতেই নয়, দূষণ বা রোদের তাপে আর্দ্রতা হারিয়ে ত্বক মৃয়মান হয়ে যেতে পারে

আসুন জেনে নিই মলিন ত্বক সতেজ করার কয়েকটি পরীক্ষিত উপায়-

গ্রিন টি-
আন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পানীয় নিস্তেজ ক্লান্ত ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়াও ফোলাভাব কমায়, টোনারের মতো কাজ করে। ত্বক আর্দ্র রাখে এবং তারুণ্য ধরে রাখতে সাহাজ্য করে

এক কাপ গ্রিন টি বোতলে ভরে রেফ্রিজারেটরে রাখতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর করে ত্বকে লাবন্য আনতে এই পানীয় দিয়ে মুখ ধুয়ে নিন

বরফ-
ত্বকে বরফ ঘষলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। তাৎক্ষনিক সতেজ উজ্জ্বল ত্বক পেতে দুটুকরা বরফ মুখে ঘষে নিন

শসা-
শসা ত্বক শীতল রাখে। পাশাপাশি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। একটি শসা ভালোভাবে ধুয়ে ছিলে নিয়ে টুকরা করে ব্লেন্ড করুন, এরপর মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সতেজতা অনুভব করবেন

গোলাপ জল-
গোলাপজলের শীতলতা নিস্তেজ ত্বককে আর্দ্র রাখে এবং সজীব করে তোলে। মুখে গোলাপ জল স্প্রে করতে। ত্বক জল শুষে নিলে আরাম সুবাস অনুভব করতে পারবেন। চোখের নিচের ত্বক সতেজ করতে একটি তুলার বল গোলাপ জলে ভিজিয়ে চোখের পাতার উপরে রাখুন। চোখ শীতল রাখার পাশাপাশি এটা চোখের নিচের ফোলাভাবও কমাবে

আলু-
ত্বকের নির্জীব ভাব দূর করার পাশাপাশি আলু ত্বককে ফর্সাও করে। মাঝারি মাপের একটা আলু ছিলে কুচি করে নিন। আলুকুচি সারা মুখে গলায় লাগান। শীতলতার জন্য দুটুকরা আলু চোখের উপর দিয়ে রাখুন। এতে ত্বকের কালচে ভাবও দূর হবে

স্ট্রবেরি-
অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন সি সমৃদ্ধ ফল স্ট্রবেরী। এটি তাই তাৎক্ষণিক ভাবে ত্বক উজ্জ্বল করে। কয়েকটি স্ট্রবেরি পিষে মুখে লাগিয়ে রাখুন। স্টবেরি খেলেও একই উপকার

Bootstrap Image Preview