Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০২ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৮ AM

bdmorning Image Preview
বাংলাদেশ ও শ্রীলঙ্কা


সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ ম্যাচে ইনজুরি সমস্যায় দুই দলই একাদশ কেমন হবে তা নিয়ে সকলের মধ্যে কিছুটা দ্বিধা দ্বন্ধ রয়েছে। তবে দুবাইয়ের ব্যাটিং বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই একাদশ নির্বাচন করবে দল দুটি।

আজকের ম্যাচে টস একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুবাই ইন্টার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ পাঁচটি ওডিআই ম্যাচের চারটিতে রান চেজ করা দল জয় পেয়েছে। তবে এর মধ্যে শ্রীলঙ্কা এক মাত্র দল যারা রান চেজ করে ম্যাচ হেরেছে। ম্যাচের পুরো অংশ জুরেই তাপমাদ্র ৩০ ডিগ্রি সেলসিয়াল তাকার সম্ভোবনা রয়েছে।

আজ প্রথম বারের মতো দুবাইয়ের মাঠে নামছে বাংলাদেশ দল। দলের দু একজন সিনিয়র ক্রিকেটার ছাড়া আরো কারো দুবাইয়ের পিচে খেলার অভিজ্ঞতা নেই। এদিক থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শেষ ওডিআই সিরিজি ৩-২ ব্যবধানে জিতেছিল ম্যাথিউসের দল। দুই পেরেরা ২০১৮ সালে শ্রীলংকার ব্যাটিং এবং বোলিং চার্টে নেতৃত্ব দিচ্ছে। কৌশল পেরেরা ৩৮.৬২ গড়ে গড়েছেন ৩০৯ রান। শ্রীলংকার জন্য এই উইকেটে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ১৯.৩৮ গড়ে নিয়েছেন ১৮ টি উইকেট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, মশরাফ মুর্তজা (অধিনায়ক),  মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

নিরঞ্জন ডিকওয়েলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, কৌশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দসুন শানাক, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গ লাকমল, লাসিথ মালিঙ্গা। 

Bootstrap Image Preview