Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিমে সংশয়, ওপেনিংয়ে সমীকরণের জালে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে আর কয়েক ঘন্টা বাকি আছে। তবে এখনো নিশ্চিত নয় তামিম ইকবালের খেলা। এক সংবাদ মাধ্যমের কাছে  এমনটাই জানিয়েছেন প্রাধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

ভিসা জটিলতায় কাল দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন  প্রাধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সে সময় তিনি একটি সংবাদমাধ্যমকে ফোনে জানান, ‘একাদশের রুপরেখা একরকম চূড়ান্ত। তবে এক নম্বর ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে আছে সংশয়। আমরা শনিবার প্রথম ম্যাচে তাকেই পাবোই এমন নিশ্চয়তা নেই।’

তামিমকে খেললে একাদশটা অনেকটাই চূড়ান্ত। সেক্ষেত্রে সম্ভাব্য একাদশটি এরকম হবে (তামিম,লিটন,সাকিব, মুশফিক,মাহমুদউল্লাহ,মিঠুন ও মোসাদ্দেক)। সাথে তিন পেসার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাঁহাতি মুস্তাফিজ আর রুবেল। ১০ জন হয়ে গেল। 

একাদশের সদস্যটি হতে পারেন আরিফুল, আরেক পেসার আবু হায়দার রনি ও বাঁহাতি স্পিনার নাজমুল অপুর মধ্যে একজন। তবে অলরাউন্ডার হিসেবে আরিফুল হক খেলার সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কা শিবিরে বাঁ হাতি ব্যাটনসম্যানদের আধিক্য থাকায় আজ অপুর সম্ভাবনা কম। 

এদিকে তামিম যদি খেলতে না পারেন তাহলে ওপেনিংয়ে তার জায়গায় আসবেন দলে একমাত্র ব্যাকআপ ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনিও ইনজুরিতে খেলা নিয়ে সংশয় রয়েছে। এক্ষেত্রে একাদশে সুযোগ পাবেন দলের ১৬তম সদস্য মমিনুল হক।

মমিনুল দলে আসলে মিথুনকে লিটনের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো যেতে পারে।তবে এখানেও একটি সমস্যা আছে। দু’জনেই ডান হাতি হওয়ায় মিথুনকে দলের বাইরে রেখে বাম হাতি মমিনুল অথবা শান্তুর মধ্যে এক জনকে লিটনের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে। তবে একাদশের চিত্রটা মূলত তামিম ইকবালের উপরই নির্ভর করেছে। 

 

Bootstrap Image Preview