আগামীকাল রবিবার দেশের একমাত্র ‘ওয়াই’ আকৃতির সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর উপর নির্মিত এই সেতুটির উদ্বোধন করা হবে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।
দীর্ঘ সাত বছর ধরে বাঞ্ছারামপুরে তিতাস নদীর উপর ‘ওয়াই’ সেতুটি নির্মিত হয়েছে। এটি চালু হলে নদী-নালা ও খাল-বিলবেষ্টিত বাঞ্ছারামপুর অঞ্চলের মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। এর ফলে কুমিল্লার মুরাদনগর ও হোমনার সঙ্গে বাঞ্ছারামপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার দূরত্ব কমে আসবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নাভানা বিল্ডার্সের আওতায় ২০১১ সালের ১৬ জুন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৭১ দশমিক ২০ মিটার এবং প্রস্থ ৮ দশমিক ১০ মিটার। সেতুতে পাইল হয়েছে ৩০২টি।
এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা। এ ছাড়া সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হবে ১২ কোটি ৬৫ লাখ টাকা। আর জমি অধিগ্রহণ খাতে খরচ সাড়ে ৯ কোটি টাকা।
সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন এলাকাবাসী। সেতুটি দেশের একমাত্র ‘ওয়াই’ সেতু বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব।