Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বজনদের খুঁজে না পেয়ে অবশেষে ডেনমার্কে ফিরে যাচ্ছেন সেই দম্পতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


বাবা-মা স্বজনদের  খুঁজে না পেয়ে অবশেষে ডেনমার্কে ফিরে যাচ্ছেন দীর্ঘ ৪১ বছর পর পাবনায় আসা ডেনিশ নাগরিক মিন্টো কারস্টেন সোনিক তার স্ত্রী এনিটি হোলমিহেভ।

তবে তাদের সাথে আনন্দে মেতেছেনআমরা পাবনাবাসীনামে একটি সংগঠনের সদস্যরা মিন্টো তার স্বজনদের সন্ধান পাননি তার এই বেদনাময় সফরকে কিছুটা আনন্দময় করতে শুক্রবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আড্ডার আয়োজন করা হয়

অনুষ্ঠানের শুরুতেই মিন্টো কারস্টেন সোনিককে পাঞ্জাবি গামছা এবং তার স্ত্রী এনিটিকে শাড়ি পরিয়ে বাঙালি বর-কনের বেশে সাজানো হয় দেয়া হয় সংবর্ধনা

সময় মিন্টো কারস্টেন সোনিক বলেন, আমি যখন ডেনমার্ক থেকে বাংলাদেশে আসি তখন অনেকেই বলেছেন যে, বাংলাদেশিরা খুব খারাপ, ভয়ানক সন্ত্রাসী কিন্তু বাংলাদেশে আসার পর আমার সেই চিন্তা-ভাবনা পাল্টে গেল এদেশের লোকজন খুবই ভালো আমি প্রতি বছর পাবনা আসবো এবং এখানে বাড়ি তৈরি করবো আপনারা আমাকে অনেক আপন করে নিয়েছেন আমি আমার স্বজনদের না পেলেও আপনারাই আমার আত্মীয় স্বজন বলে মনে করি

তার স্ত্রী এনিটি বলেন, আমি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার আচার দেখে অভিভূত মিন্টোর সঙ্গে মাঝে মধ্যে আমিও পাবনায় আসবো

ডেনমার্কের নাগরিক মিন্টো কারস্টেন সোনিক মাত্র বছর বয়সে ১৯৭৭ সালে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট এলাকা থেকে হারিয়ে যান চৌধুরী কামরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকার একটি শিশু সদনে আশ্রয় দেন পরে সেখান থেকে ডেনমার্কের এক নিঃসন্তান দম্পতি মিন্টোকে দত্তক নিয়ে যায় সেখানেই তার শৈশব কৈশর কাটে বিত্তবৈভবের মাঝে লেখাপড়া শিখে বড় হন পেশায় একজন চিত্র শিল্পী তিনি ডেনমার্কের নাগরিক এনিটি হোলমিহেভ নামে এক চিকিৎসককে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তাদের দাম্পত্য জীবনে এক ছেলে মেয়ে জন্ম রয়েছে গত তিন সপ্তাহ ধরে মিন্টো তার বাবা-মা স্বজনদের খোঁজে পাবনা শহরসহ নগরবাড়ি এলাকা চষে বেড়াচ্ছেন

এদিকে প্রায় প্রতিদিনই সন্তানের দাবি নিয়ে অনেকেই আসছেন মিন্টোকে দেখতে কিন্ত বেশির ভাগ দাবিদারের বর্ণনার সঙ্গে মিল পড়ছে না তবে কয়েকজনকে আমলে নেয়া হয়েছে এবং পুলিশের সহায়তায় তাদের ডিএনএ টেস্ট করা হবে বলে জানান মিন্টোর বন্ধু স্বাধীন বিশ্বাস

স্বাধীন বিশ্বাস জানান, মিন্টোকে ১৯৭৭ সালে চৌধুরী কামরুল ইসলাম নামে যে ব্যক্তি উদ্ধার করে ঢাকায় হোমে পৌঁছে দেন তিনি এখন অস্ট্রেলিয়া প্রবাসী শিগগিরই তিনি দেশে আসবেন তিনি আসলে মিন্টোকেও আসতে বলা হবে হয়তো সময় তার স্বজনদের পাওয়ার ব্যাপারে তিনি ভূমিকা রাখতে পারবেন

তিনি জানান, স্বজনদের পাওয়া না যাওয়ায় আপাতত ডেনমার্কে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিন্টো এবং তার স্ত্রী এনিটি আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা এখানে থাকবেন

পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, মিন্টোর বিষয়টি খুবই বেদনার আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছি ভবিষ্যতে প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে

Bootstrap Image Preview