Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৌচালয় না থাকায় শ্বশুরবাড়ি ছাড়লেন গৃহবধূ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


শৌচালয় নেই বলে শ্বশুরবাড়ি ছেড়েছেন এক গৃহবধু। বলিউডের অন্যতম আলোচিত ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির মতোই এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশের শিবপুরী জেলায়।

ডেকান ক্রনিক্যালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই জিতেন্দ্রর সঙ্গে বিয়ে হয় ন্যান্সির। বিয়ের আগ থেকেই শ্বশুরবাড়িতে কোনো শৌচালয় ছিল না ওই নারীর। ফলে খোলা জায়গায় শৌচকর্ম করতে বাধ্য করা হতো তাকে। এই পরিস্থিতিতে বেশি দিন থাকতে পারেননি তিনি।

শৌচালয় না থাকার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন ন্যান্সি। যতক্ষণ না সেখানে শৌচালয় তৈরি হচ্ছে ফিরবেন না বলে স্বামীকে সাফ জানিয়ে দেন ওই নারী।

অন্যদিকে জিতেন্দ্র জানিয়েছেন,পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল না হওয়ার কারণে এখনই শৌচালয় তৈরি করতে পারছেন না তিনি। তবে কয়েকদিনের মধ্যেই স্ত্রীর দাবি তিনি পূরণ করবেন।

Bootstrap Image Preview