Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌঁড়ের ফাঁকেই শিশুকে স্তন্যপান করালেন মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:১২ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


সোফি পাওয়ার নামে ওই তরুণী দুই সন্তানের মা। সম্প্রতি তেমনই একটি নজির গড়লেন ইংল্যান্ডের এই তরুণী। ইতালির মোঁ ব্লঁ ম্যারাথনে অংশ নিয়ে দৌঁড়ানোর ফাঁকেই তিনঘণ্টা সময় পর পর থেমে সন্তানকে স্তন্যপান করালেন তিনি।

ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোফি এবং তার সন্তানদের ছবি। এই দৌঁড়ে পদক অবশ্য জিততে পারেননি। রেস শেষ করেছেন ৪৩ ঘণ্টারও বেশি সময় নিয়ে। তাতে অবশ্য আক্ষেপ নেই সোফির। তিনি বলেন, শেষ তো করতে পেরেছি। সেটাই আপাতত আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

তিন বছরের একটি ছেলে রয়েছে সোফির। এছাড়া সম্প্রতি আবারও মা হয়েছেন কয়েকমাস আগেই। তিনি বলেন, আমার ছোট ছেলেকে কয়েক ঘণ্টা অন্তরই স্তন্যপান করাতে হয়। প্রথমে বুঝতে পারছিলাম না, কী করে দৌঁড়ে অংশ নেব।’

পরে মনে হল, যদি সন্তানদের সঙ্গে নিয়ে রেসে অংশ নেই তাহলে কেমন হয়? সোফির ছবি ভাইরাল হওয়ার পরে অনেকেই তার সাহস ও উদ্যমের তারিফ করেছেন। অনেকেই বলছেন, যেভাবে দৌঁড়ের ফাঁকে নির্দিষ্ট সময় পর পর তিনি স্তন্যদান করে গেছেন, সেটার জন্য কোনও তারিফই যথেষ্ট নয়। পাশাপাশি সকলে প্রশংসা করেছেন ম্যারাথন কর্তৃপক্ষেরও। তারা ব্যবস্থা না করে দিলে ব্যাপারটা যে সম্ভবই হতো না।

ভারতসহ অনেক দেশেই চার দেওয়ালের বাইরে স্তন্যপান নিয়ে অনেক চোখরাঙানি সহ্য করতে হয় নারীদের। তবে ছবিটা ধীর গতিতে হলেও পাল্টাচ্ছে। আর সেটা পাল্টাচ্ছে সোফির মতো নারীদের হাত ধরেই।

Bootstrap Image Preview