Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূর্বাচলের তিনশ’ ফিট সড়কে ৩ যুবকের গুলিবিদ্ধ মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৭ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতনামা গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তিন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয়, হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে এসকল তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জের পূর্বাচল তিনশ’ ফিট সড়কসংলগ্ন এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার রূপগঞ্জ থানা পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়রা সকালের দিকে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের পাশ থেকে পুলিশ ওই তিন যুবকের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টি-শার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। হত্যার পর মৃতদেহগুলো সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। আর কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Bootstrap Image Preview