জম্মু-কাশ্মিরে একটি মিনিবাস সড়ক থেকে খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মিরের কিসতোয়ার জেলায় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় মিনিবাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল।
তাকরাইয়ের কাছাকাছি দানদারানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। বাসটি কেশওয়ান এলাকা থেকে কিস্তওয়ারের দিকে যাচ্ছিল। সে সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
কিশতয়ার পুলিশের সিনিয়র এসপি রাজেন্দ্র গুপ্ত জানান, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে জম্মু নিয়ে যাওয়া হয়েছে।
কিশতয়ারের উপকমিশনার আংগ্রে সিং রানা নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেন।