Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে দলে নিয়ে ফের কাঠগড়ায় ইনজামাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM

bdmorning Image Preview
ইনজামাম উল হক


পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ইনজামাম উল হক। ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এই পদে ফের তার স্বজনপ্রীতির অভিযোগ উঠল। এবার নিজের ছেলে ইবতিশাম উল হককে দলে নেওয়ায় তার দিকে অভিযোগের তীর তুলেছেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক কাদির আলী।

পাকিস্তান জুনিয়র (অনূর্ধ্ব-১৯) দলে জায়গা পেয়েছেন ইবতিশাম উল হককে। দলের তার অন্তভুক্তি নিয়ে কাদির বলেছেন, ছেলেকে পাকিস্তান জুনিয়র (অনূর্ধ্ব-১৯) দলে নিতে নাকি বাসিত আলীকে ফোন করেছেন ইনজামাম। বাসিত আলী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক।

এদিকে কাদিরের এমর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন  ইনজামাম। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি এই মিথ্যা এবং বিদ্বেষপরায়ণ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। রেকর্ড অনুযায়ী এই বিষয় নিয়ে জুনিয়র নির্বাচন কমিটির কাছে কেউই যায়নি এবং এর মধ্যে কোনো সত্যতা নেই। আমি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে একটি খোলা তদন্তের জন্য পিসিবি সভাপতিকে অনুরোধ করছি।’

এমন পরিস্থিতিতে ইনজামামের পাশে দাাঁড়িয়েছে পিসিবি চেয়ারম্যান এহসান মানি। মানির হয়ে পিসিবি এক মুখপাত্র বলেছেন, ‘দুই নির্বাচকের বিরুদ্ধে জল্পনা ছড়ানোয় হতাশ মানি। তবে দুই নির্বাচকের ওপর পূর্ণ আস্থা রয়েছে তারা।’

উল্লেখ্য, ভাতিজা ইমাম উল হককে দলে নিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। তবে নিজ যোগ্যতায় পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন ইমাম।

Bootstrap Image Preview