Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় রাশিয়ার তারকা চেরিশেভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৫ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৮ AM

bdmorning Image Preview
ডেনিস চেরিশেভ


ডেনিশ চেরিশেভ। ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার হয়ে মাঠ কাঁপিয়েছে এই তারকা ফুটবলার।বিশ্বকাপে রাশিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। রাশিয়ার হয়ে চেরিশেভ বিশ্বকাপে পাঁচ ম্যাচে গোল করে চারটি। তবে এবার ডেনিস চেরিশেভের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছে।

চেরিশেভের চোখ ধাঁধানো পারফরম্যান্স নজর কেড়েছিল ছিল সবার।তার করা ৪টি গোলের একটি ফিফার বর্ষসেরা গোলের জন্য মনোনীত ১০ গোলের তালিকায় স্থান পেয়েছে।

২৭ বছর বয়সী এই ফুটবলার ভিয়ারিয়াল থেকে ভ্যালেন্সিয়ায় এসেছে। তার বাবা জানান, ছেলে চেরিশেভ গ্রোথ হরমোন চিকিত্‍সা নিয়েছিলেন! আর এই গ্রোথ হরমোনের বিষয়টি প্রমাণিত হলে চেরিশেভকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে খবর ।

রাশিয়ার একটি দৈনিককে চেরিশেভ জানায়, 'আমার দিক থেকে সততার ঘাটতি নেই। মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। চিকিত্‍সকদের উপর সব ছেড়ে দিয়েছি। দেখা যাক কী হয়।'

ধারে ভ্যালেন্সিয়ায় খেলা ভিয়ারিয়ালের এই উইঙ্গারের বিরুদ্ধে উঠেছে ডোপ নেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমে গেছে স্পেনের মাদক বিরোধী সংস্থা।

Bootstrap Image Preview