মীরসরাই প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সুফিয়ারোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রাশেদা আক্তার (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা উপজেলার ১০নং মিঠানলা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের প্রবাসী আমির হোসেনের স্ত্রী।
মীরসরাই থানার এসআই মাহফুজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার রাশেদাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রাশেদার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি।