বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েও বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী মো. ছোটন ভূইয়ার (২৮)। তিনি রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতেন।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া-মীরগঞ্জ এলাকায় কুমিল্লা সিএনজি পাম্প সংলগ্ন স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।
নিহত ছোটন ভূইয়া চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূইয়ার ছেলে।
নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসতো। বুধবার রাত ১০টায় আমাকে ফোন করে জানায় তিনি বাড়িতে আসার জন্য সায়দাবাদ থেকে বাসে উঠেছেন। রাত ১টার দিকে আমি তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হয় ঠিকই কিন্তু তিনি কোন কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাই। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই মহাসড়কের পাশে তার লাশ পড়ে আছে।
মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে। আমরা মরদেহ দেখার পর থানা পুলিশে খবর দেই।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।