বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওডিআই স্কোয়াড ঘোষনা করল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বেতন-ভাতা সংক্রান্ত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামস।
জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজ বর্জন করেছিলেন মোট পাঁচজন খেলোয়াড়। তিনজন ফিরলেও গ্রায়েম ক্রেমার ও সিকান্দার রাজা দলে নেই। হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরা ওঠার প্রক্রিয়ায় থাকায় ক্রেমারকে বিবেচনা করা হয়নি। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় দলে জায়গা হয়নি রাজার।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে ওয়ানডে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড ত্রিপানো, কাইল জার্ভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারাসাই মুসাকান্দা, টেন্ডাই চাতারা, সেফাস ঝুয়াও।
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে টেস্ট দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানো, কাইল জার্ভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বুর্ল, টেন্ডাই চাতারা।