নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত গোল্ডকাপ টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।
দীর্ঘ ৯০মিনিটের শ্বাসরুদ্ধকর খেলায় তিলনা ইউনিয়ন ৬-৪গোলে শিরন্টি ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।