Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করায় আটক খুনি রশিদের জামাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৪ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৭ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে খুনি রশিদের জামাতা ফুয়াদ জামানকে আটক করেছে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ (সিটিটিসি)।

বুধবার (১২ সেপ্টেম্বর)  রাত ১০ ঘটিকায় হাতিরঝিল এলাকা থেকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে রশিদের জামাতা ফুয়াদ জামান(৪৩)কে গ্রেফতার করেছে সিটিটিসি এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় তাকে গ্রেফতার করেছে সিটিটিসি। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আইডি ও গ্রুপ সমুহসহ ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মোঃ ফুয়াদ জামান এর স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত আসামী লে. কর্নেল(অব) সুলতান শাহলিয়ার রশিদ খান এর মেয়ে । ফুয়াদ জামান উক্ত দন্ডপ্রাপ্ত আসামীর জামাতা বিধায় মোঃ ফুয়াদ জামান উক্ত শ্বশুড়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারে নি এবং তাই সে তার ব্যবহৃত ফেসবুক আইডি Fuad Zaman এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড নিয়ে কটুক্তি করে।

সে গত ১৫ অগাস্ট ২০১৮ সকাল ৭ টা ১৭ মিনিটে জাতির পিতার খুনিদের অপরাধের পক্ষে সাফাই গেয়ে খুনিদের প্রশংসা করে ও আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুক পোস্ট দেয়।

উল্লেখ্য শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ ও তার জামাই ফুয়াদ জামানকে ২০১১ সালের ৬ই আগস্টে ইয়াবা ও ইয়াবা বেচাবিক্রির টাকাসহ গ্রেফতার করা হয় তাদের ধানমন্ডির ৯-এ রোডের, ৬৪ নম্বর বাসার বি- ৫ ফ্লাট থেকে।

এছাড়া ২০১৭ সালে কসবা আখাওড়া সড়কের পাশে অবৈধভাবে দখল করা প্রায় পাচশত ফুট দীর্ঘ খাল উদ্ধার করা গেলেও বাড়ির ভেতর অংশ দিয়ে প্রায় ৬শত ফুট দীর্ঘ ও ১২০ ফুট প্রশস্থ ঐতিহ্যবাহী সিনাই নদীর অংশ উদ্ধার এখনো শুরু হয়নি।

গত ২৪ সেপ্টেম্বর ২০০৯ সালে শাহরিয়ার রশিদের আরেক মেয়ে মেহনাজ রশিদকে সাংসদ ফজলে নূর তাপসকে বোমা মেরে হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছিলো।

Bootstrap Image Preview