কাতালোনিয়ায় জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বার্সেলোনার সড়কে অবস্থান নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। কাতালোনিয়ার স্বাধীনতার দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য তারা এই সমাবেশ করেন। গত বছরের অক্টোবরে স্পেন থেকে আলাদা হওয়ার ব্যর্থ চেষ্টার পর এটাই কাতালোনিয়ার প্রথম বার্ষিক উৎসব।
গত বছরের মতো এ বছরও প্রায় একই রকম মানুষ সমাবেশে হাজির হয়েছে। লাল শার্ট পড়ে ও কাতালোনিয়ার লাল-হলুদ রঙের পতাকা উড়িয়ে রাস্তায় বিক্ষোভ করেছে এক সমুদ্র সমান মানুষ। তারা ড্রাম ও বাঁশি বাজিয়ে মিছিল করেছে, স্বাধীনতার সমর্থনে স্লোগান দিয়েছে। গত বছরও প্রায় একই পরিমাণ মানুষ বিক্ষোভে নেমেছিল।
কাতালোনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা ও বর্তমানে বেলজিয়ামে পলাতক সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন জনগণের প্রতি এই বিক্ষোভ সমাবেশ করার আহবান জানান।
মঙ্গলবার দিয়াদা নামের এ ছুটির দিনটিতে ১৭১৪ সালে রাজা পঞ্চম ফিলিপের সৈন্যবাহিনীর কাছে বার্সেলোনার হেরে যাওয়া দিনটির কথা স্মরণ করা হয়। গত আট বছর ধরে এই দিনটিকে তারা স্বাধীনতার আন্দোলনের জন্য বেছে নিয়েছে।
স্বাধীনতার প্রশ্নে গত বছরের ১ অক্টোবর এক গণভোটের আয়োজন করে তৎকালীন কাতালান সরকার। এরপর ভোটের ফলাফল অনুযায়ী ২৭ অক্টোবর স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত ওই আন্দোলনকে অবৈধ বলে রায় দেয়ার পর গণভোট ব্যর্থ হয়। এরপর স্বায়ত্বশাসিত এ অঞ্চলে কেন্দ্রের শাসন জারি করা হয়।