দেশে নতুন করে আরও ১৪ বেসরকরি কলেজ সরকারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ) নাছিমা খানমের সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্দেশনা জারি হওয়া ১৪ কলেজ শিক্ষকরা আজ থেকেই সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।
সরকারি হওয়া কলেজগুলো হলো: ফরিদপুরের সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থলী কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।
২৭১ কলেজ সরকারি হওয়ায় দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৫৯৮টিতে। বর্তমানে আরও ১৪টি যোগ হওয়ায় সারাদেশে সরকারি কলেজ সংখ্যা দাঁড়ালো ৬১২টিতে।