Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস স্টপেজ ব্যবহারে অভ্যস্ত হচ্ছে না চালকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


পুলিশের মাসব্যাপী চলমান কার্যক্রমে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে ব্যাপকভাবে। তবে আজ চলমান এ কার্যক্রমের নবম দিন হলেও এখনো বাস স্টপেজ ব্যবহার করে যাত্রী উঠা-নামা করতে অভ্যস্ত হচ্ছে না বাস চালকরা।

বুধবার(১২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গুরুত্বপুর্ন পয়েন্ট গুলোতে বাস স্টপেজ ব্যবহারে পুলিশের পক্ষ থেকে বাধ্য করতে দেখা যায়। তবে সুযোগ পেলেই যেখানে সেখানে থেকে যাত্রী উঠানোর চিত্র লক্ষ্য করা গেছে। 

রাজধানীর মূল পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে স্কাউট, রেডক্রিসেন্ট সোসাইটি ও বিএনসিসি'র সদস্যরা।এতে সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছেন পথচারী ও চালকরা। তবে অন্য এলাকাগুলোতে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের তৎপরতা কম থাকায় যেখানে সেখানে বাস থামাতে দেখা যায়।

রাজধানীর কলাবাগান এলাকায় সম্প্রতি ট্রাফিক পশ্চিম বিভাগের পক্ষ থেকে বাস স্টপেজ চিহ্নত করে দেওয়া হয়। কিন্তু তা তেমন মানতে চাইছে না বাস চালকরা। তারা বলছে যাত্রীরা সব সময় আগের জায়গাতেই বাসের জন্য অপেক্ষা করে এজন্য তাদেরকে বাস স্টপেজে থামার আগ্রহ কম, যদিও পুলিশের পক্ষ থেকে এসব বাস স্টপেজ থেকে যাত্রী উঠা-নামা করানোর জন্য জোড়ালো ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দায়িত্বরত পুলিশের এক সদস্য বলেন, এভাবে তাদেরকে সচেতন করলেও তারা তা মানতে চাইছেন না। বাধ্য করা হলে যে পরিবর্তন দেখা যায় তা সাময়িক সময়ের জন্য। তারা আবার আগের মতোই যেখানে সেখানেই যাত্রী উঠা-নামানো করতে থাকে। 

বিকেল ৪টায় কারওয়ানবাজার এলাকায় দেখা যায়, পুলিশের পাশাপাশি স্কাউটের সদস্যরা সচেতনতায় কাজ করে যাচ্ছে। যাত্রীদের বাস স্টপেজ ব্যবহারে বাধ্য করছে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপারে সহায়তা করছে। তবে গণপরিবহনগুলোকে জেব্রা ক্রসিং এর উপর থেকে যাত্রী উঠাতে দেখা যায়। এছাড়া রাস্তার উল্টোপাশে শাহবাগ মুখি বাসগুলোর নেই চিহৃত কোনো বাস স্টপেজ, ফলে তারা রাস্তার মোড়সহ যেখানে সেখানে থেকে যাত্রী উঠাচ্ছেন।

এছাড়া কারওয়ান বাজার এলাকায় যতযত্র বাস থামানোর চিত্র পাল্টে গেলেও বদলায়নি বাস চালকদের অভ্যাস। ফলে সুযোগ পেলেই যাত্রী উঠানামা করছেন স্বাচ্ছন্দেই। এভাবে রাজধানীর গুরুত্বপুর্ন এলাকায় কড়াকরি থাকলে বাকি এলাগুলোতে পুলিশের প্রচেষ্টা অনেকটাই ব্যার্থ বলা চলে। কেনোনা বাস চালকদের কঠিন নিয়ন্ত্রণের পরও আবার যাত্রযত্র উঠা নামার চেষ্টা তাদের বদলায়নি।

ট্রাফিক-দক্ষিণ বিভাগ এর জয়েন্ট পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বিডিমর্নিংকে বলেন, আমরা এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত বাসের গেট বন্ধ রাখার চেষ্টা বরে যাচ্ছি। তবে বাসের চালক ও যাত্রীরা বাধ্য হয় এজন্য আমরা সব বাসে টিকেটিং এর পরিকল্পনা রেখেছি। এতে স্টপেজ ব্যবহার শতভাগ নিশ্চিতসহ সড়ক পথের নিরাপত্তা আরো বাড়বে।

তিনি বলেন, মাসব্যাপি আমাদের এ কার্যক্রমে আজ নবম দিনেও আমরা অনেকটাই সফল হয়েছি। বাকি দিনগুলোতে এ কার্যক্রমে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে সচেতনভাবে ঢাকার সড়ক পথ ব্যবহারে।

Bootstrap Image Preview