Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করতে যা যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


আজ বুধবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে আরও বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে।

ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করতে নিচের উপায়গুলো অবলম্বন করা যেতে পারে-

যদি ভবনের ভেতরে থাকেন, তবে হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে মেঝেতে শুয়ে পড়ুন। ধসেপড়া জিনিসপত্র থেকে নিজেকে রক্ষা করতে মাথা ও গলা হাত দিয়ে ঢেকে রাখুন। কম্পন না থামা পর্যন্ত যে কোনো শক্ত জিনিস ধরে রাখুন।

যদি বিছানায় থাকেন, সেখানেই শুয়ে থাকুন এবং বালিশ দিয়ে মাথা ও গলা ঢেকে রাখুন।

যদি বাইরে থাকেন, তবে ভবন, রাস্তার লাইট ও বিদ্যুতের তার থেকে দূরে সরে দাঁড়ান।

যদি গাড়িতে থাকেন, তবে গাড়ি থামান এবং গাড়ির ভেতরেই থাকুন।

Bootstrap Image Preview