Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, নভেম্বার ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাস উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৬ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২১ AM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাস উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাল্যবিবাহমুক্ত সমাবেশের প্রধান অতিথি এ ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ''মেয়ে আমার অহংকার, ১৮ আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার'' এই শ্লোগানকে সামনে রেখে জেলার ১৭টি উপজেলার মধ্যে তিতাস উপজেলাই প্রথম বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০-২১/২০-৪১ এর আওতায় রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ।

পরে তিনি সমাবেশে উপস্থিতদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত নির্বাহী অফিসার মোসাঃ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভুঁইয়া প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলাসহ সকল ইউপি চেয়ারম্যানগণ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আবুল ফজল মীর উপজেলার গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, গাজীপুর খান মডেল হাই স্কুল এন্ড কলেজ দর্শন এবং ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বলারামপুর ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।

এর আগে বেলা ১১টায় গৌরীপুর-হোমনা সড়ক থেকে সদর ইউপি চেয়ারম্যান মহসিন ভুঁইয়ার বাড়ি পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করেন।

Bootstrap Image Preview