নিশাত আনজুমান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ ৯ জনকে আটক করেছে।
গতকাল সোমবার রাতে পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের নিকট এসআই আমিনুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোহেল (৩৬), আবু বক্কর সিদ্দিক (২৮), মানিক মিয়া (২৮), বগুড়া সদরের মিলন (২০), আলম (২৫), রায়হান (২১), সোহাগ (৩৩), টিপু সুলতান (২২) ও রঞ্জু মিয়া (২৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।