দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিলো এই ডালিম। ভেবে উঠতে পারেনি অভিযানে এত সহজে ধরা পরে যাবে। তবু নিজেকে গ্রেফতার হওয়া থেকে রক্ষা করতে পারেনি পাবনার পৌর এলাকার মাদক ব্যাবসায়ী ডালিম শেখ (২৬)।
আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় পৌর এলাকার বেড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেড়া থানা পুলিশ। আটক ডালিম শেখ বেড়া পৌর এলাকার মৈত্রবাধা মহল্লার গফুর শেখের ছেলে।
বেড়া থানা সুত্রে জানা যায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানা পুলিশের এস আই সামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার বেড়া বাজার কাদের ডাক্তারের মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক আইনে একাধিক মামলার আসামি ডালিমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বেড়া থানার এস আই সামছুল ইসলাম জানান, এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আটক ডালিম। দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল সে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক ডালিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন থানার এই কর্মকর্তা।