Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং

আবুল হাসেম
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে রামগড় তথ্য অফিস।

আজ মঙ্গলবার সকাল ১১টায় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় মাটিরাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ লাল দেবনাথ, সহকারী শিক্ষা অফিসার সমাবেশ চাকমা প্রমুখ।

লিখিত বক্তব্যে বিশ্বনাথ মজুমদার বলেন, বর্তমান সরকারের প্রথম মেয়াদসহ বিগত ১০ বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা পরিবেশ উন্নয়ন, বিদ্যুৎখাতে উন্নয়ন, টেলিযোগাযোগ, পদ্মা সেতু সহ বিভিন্ন অবকাঠামোগত নির্মাণ ইত্যাদি খাতে গুরুত্বারোপ করে বিভিন্ন কার্যকারী পদক্ষেপ নিয়েছে। যার ফলে বাংলাদেশ পরিণত হয়েছে একটি মধ্যম আয়ের দেশে।

বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশকে এখন বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এছাড়া দারিদ্র্য বিমোচন, জেন্ডার সমতা এবং স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাও পূরণ করেছে বাংলাদেশ। সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার মাধ্যমে বয়স্ক, দরিদ্র, নির্যাতিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শিশুদের অবস্থান উন্নত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাগর চক্রবতী কমল প্রমুখ।

Bootstrap Image Preview