নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জের বিরাহিমপুরে গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে ২ যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিরাহিমপুরে এলাকায়।
জানা যায়, সুজন বৈষ্ণবের স্ত্রী শিল্পী রানী বাড়িতে গোসল করার সময় টিনের ফাঁক দিয়ে উৎপেতে ছিল ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও চর এলাহী ইউনিয়নের রুহুল আমিনের ছেলে আবদুর রহিম। এ সময় তারা গোপনে তার ভিডিও ধারণ করে। এরপর তারা মোবাইল ফোনে গৃহবধূর নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে না হয় ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।
এদিকে গৃহবধূ শিল্পী রানী বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবগত করে একটি সাধারন ডায়েরি করে। থানার অফিসার ওসি রবিউল হক গৃহবধূকে চাঁদা দেয়ার জন্য রাজি হতে বলে ফাঁদ পাতে আর সে ফাঁদে ধরা দেয় আসামিরা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, একজন মহিলার বাথরুমের গোসলের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে, মহিলার মোবাইলে ইমুতে ছবি পাঠিয়ে একই নাম্বার থেকে মহিলার কাছে ২০০০০০ (দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে মহিলার আপত্তিকর ছবি ফেইসবুকে ভাইরাল করে দিবে বলে হুমকি দেয়।
এই বিষয়ে থানায় জিডি হলে, পুলিশ মহিলাকে দিয়ে চাঁদা দেওয়ার কৌশল করে ছদ্ধ বেশ ধারণ করে দুই জন চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয় এবং তাদের নিকট হতে মহিলার আপত্তিকর ছবিসহ মোবাইলটি উদ্ধার করা হয়। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।