পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যেমিক বিদ্যালয় (গোপালপুর) এর ১৯৯৫ সনের এসএসসি পরীক্ষার্থী ব্যাচের অসুস্থ পাকিজা খাতুনকে দেখতে তার বন্ধুরা সোমবার সাতক্ষীরার তালা সদরের বাড়ীতে যেয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন। বন্ধুরা অসুস্থ পাকিজার চিকিৎসার খোঁজখবর নিয়ে তাকে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতার করেন।
এসময় উপস্থিত ছিলেন, এ ব্যাচের বাবুল, মোমিনুল, শেখ জামাল, পলাশ সেন, প্রনব ঘোষ, বিল্লাল, নাসিমা, লিজা, ময়না, তালার ইসলামকাটি ইউপি সদস্য আঃ হাকিম, সাংবাদিক আলাউদ্দীন রাজা।
অনুদান পাওয়ার পর পাকিজার স্বামী তালার আল-আমিন একাডেমীর অধ্যক্ষ কামরুজ্জামান কৃতজ্ঞ প্রকাশ করে বলেন, সমাজে যদি আপনাদের মতো ঐক্যেবদ্ধ বন্ধু থাকতো তাহলে অর্থনৈতিকভাবে দেশ স্বয়ংসম্পূর্ণ হতো।