পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের লীগ পর্যায়ের দ্বিতীয় খেলায় কপিলমুনি ফাইনালে উন্নীত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লীগ পর্যায় খেলায় রাড়লী ইউনিয়ন ও কপিলমুনি ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় কপিলমুনি ইউনিয়ন ৩-১ গোলে রাড়লী ইউনিয়ানকে হারিয়ে লীগ পর্যায় ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উন্নীত হয়েছে।
খেলায় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কপিলমুনি চেয়ারম্যান কওছার অলী জোয়াদ্দার, সরকারী কর্মকর্তা মোজাফ্ফার হোসেন, এস,এম, শহিদুল্লাহ, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, উত্তম কুমার দাশ, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, সাজ্জাত আলী সরদার, শিক্ষক অজিত কুমার মন্ডল, রাড়লী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ গাজী, জাহান আলী গাজী, আব্দুস সাত্তার গাজী, সাইফুল ইসলাম গোলদার।
মাঠে পরিচালকের দায়িত্ব পালন করেন রমজান আলী, এ্যাডঃ মুনজুরুল হাসান, তুষার কান্তি মন্ডল, মিনারুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, শিহাবউদ্দীন ফিরোজ বুলু ও নুরুজ্জামান টিটু।