বগুড়ার ধুনটে স্কুল ব্যাগে পাঠ্য বইয়ের ভেতর ৯ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (১৫) নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কবির হোসেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সে ঠনঠনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
থানা সূত্রে জানা যায়, কবির হোসেন স্কুল ব্যাগের ভেতর পাঠ্য বইয়ের সাথে ৯ বোতল ফেনসিডিল নিয়ে সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ধুনট উপজেলার বাঙ্গালী নদীর বেড়েরবাড়ি সেতুর উপর দাড়িয়ে ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কবির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।