Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা আ'লীগের মনোনয়ন প্রত্যাশীর পথসভা

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৯ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৯ AM

bdmorning Image Preview


নোয়াখালী ৬ (হাতিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাতিয়ায় বিভিন্ন এলাকায় পথসভা করেছেন মনোনয়ন প্রত্যাশী নোয়াখালী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম।

পথসভায় আমিরুল ইসলাম আমীর বলেন জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন কাজ চলছে, এলাকার বিভিন্ন উন্নয়ন, রাস্তা‐ঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুত ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এছাড়া তিনি বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের অসম্পূর্ণ  কাজ সমাপ্ত করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের গতিধারা বজায় রাখার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, আমি হাতিয়ার উন্নয়ন র্কমকান্ডে থাকতে চাই দল থেকে যদি আমাকে মনোনীত করে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে র্প্রাথী হবো। 

এসময় পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আফছার দিনাজ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আল-আমিন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম বাকের, প্রমুখ। 

Bootstrap Image Preview