Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

রফিকুল আলম,ধুনট (বগুড়া) প্রতিনিধি  
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৯ AM

bdmorning Image Preview


খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাডধারী হতদরিদ্র সাতশত পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট বাজার বাসস্ট্যান্ড এলাকায় চাল বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত রেহানা।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডিলার আহসান হাবিব প্রমুখ।

উল্লেখ্য, প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল ক্রয় করতে পারে। সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ডিলারের নিকট হতে এ চাল ক্রয় করবেন সুবিধাভোগী। 

Bootstrap Image Preview