'তোমার জয়ে বাংলার জয়' ইয়াং বাংলা’র এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে ইয়ং বাংলা’র উপজেলা এক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা এক্টিভেশন অনুষ্ঠানে জামালপুর জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ ডাঃ মুরাদ হাসান, উপজেলা আ’লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্ম সম্পাদক এম এ গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোহরা লতিফ, জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ও জাগ্রত ’৭১ এর সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী চিলড্রেন হোমস পাবলিক স্কুলের অধ্যক্ষ ফজলুল হক, টাঙ্গাইল জেলা জেলা সি আর আই এর এ্যাসিষ্ট্যান্ট কো-অর্ডিনেটর সামিউল আলম সামী, জামালপুর জেলা জেলা সি আর আই এর এ্যাসিষ্ট্যান্ট কো-অর্ডিনেটর রেজুয়ান প্লাবন,জাগ্রত ’৭১ এর সাধারণ সম্পাদক নাজমুল হুদা বজলু প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা এক্টিভেশনে উপজেলার ৩২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে রেজিস্ট্রেশন করা হয়েছে। যা আগামী ২১ অক্টোবর ২০১৮ যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে।
প্রতি বছরের ন্যায় জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড /২০১৮ইং অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ে গনসংযোগ, আবেদনপত্র পর্যালোচনা ও বাছাই পর্যায়ে ইয়ং বাংলা’র সদস্যদের সাথে সাবেক জয়বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড বিজয়ীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণসহ তরুনদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়।