পাকিস্তান সরকারের বাধা দমিয়ে দেশের শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর আমজাদ হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীর যমুনার দুর্গম চরাঞ্চলের অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিটিএমএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মীর আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়।
চৌহালী উপজেলার রেহাইপুকুরিয়া শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা হতে নাক, কান, গলা, সার্জারী, শিশুরোগ, মেডিসিন, গাইনী, ডেন্টাল সহ ২০ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক টিম দুপুর ২টা পর্যন্ত অসহায় রোগী দেখেন এবং চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করেন।
এসময় মেডিকেল টিমের প্রধান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ট্রান্সমিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারো আমাদের পরিচালনা পরিষদের নির্দেশে চরাঞ্চলের অসহায় মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন হয়েছে। এবার ৭ শতাধীক রোগী দেখা হয়।
প্রয়াত ডাঃ আমজাদ হোসেন এনায়েতপুরে হোসেন মানব সেবায় অলাভজনক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
এছাড়াও তিনি ছিলেন, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তাসহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভূমিকা পালন করে গেছেন।