মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাদারীপুর জেলা দল ১ শূন্য গোলে বরিশাল জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় মোট ৭টি জেলা দল ও ঢাকার নবাবপুর ক্রীড়া চক্র অংশ নেয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।