Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিউ ৪০০ মডেলের ৩টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ AM

bdmorning Image Preview


বম্বারডিয়ার কোম্পানির তিনটি নতুন কিউ ৪০০ টারবোপ্রপস মডেলের উড়োজাহাজ কিনতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সাথে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিউ ৪০০ টারবোপ্রপস মডেলের এই উড়োজাহাজ তিনটি কিনতে ১০ কোটি ৬০ লাখ ডলারের মতো খরচ হবে বলে জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির।

সোমবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিমানের সঙ্গে এ চুক্তির ঘোষণা দেন কানাডার কোম্পানি বম্বারডিয়ারের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (সেলস) ফ্রঁসোয়া কনার্ড।

তিনি বলেন, 'আমরা খুব খুশি যে বিমান তাদের বহরে আরো তিনটি কিউ ৪০০ টারবোপ্রপস যোগ করতে যাচ্ছে।'

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদ বলেন, “আমরা এখন দুটি কিউ ৪০০ টারবোপ্রপস চালাচ্ছি কোনো ধরনের সমস্যা ছাড়াই। নতুন তিনটি আমাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় ভালো সুবিধা দেবে।'

৭০ থেকে ৮০ আসনের ছোট আকারের এই উড়োজাহাজ দিয়ে বিমান অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করতে চায়।

সরকারি পর্যায়ে চুক্তিতে এই উড়োজাহাজ তিনটি কানাডা সরকারের কাছ থেকে নেওয়া ঋণে কেনা হবে বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।

Bootstrap Image Preview